Entrepreneur - উদ্যোক্তা |
একজন Entrepreneur হওয়ার মানে কি !
আজকে সারাদেশে যখন Startup, Youtube, Hyperlocal, Ecommerce এর মত জিনিস একদম Boom হয়ে রয়েছে,
আর সেখানে Failures এর জন্য Family এর দোষ দিচ্ছে।
আর প্রত্যেক দ্বিতীয় ব্যক্তি নিজেকে Entrepreneur মনে করছে।
কিন্তু কে হয় একজন আসল Entrepreneur ?
কখনো ভেবেছো Yaar.
একজন Entrepreneur সে হয় যে তার Next 5 Years Plan করে,
যখন বাকিরা Weekends Plan করে।
একজন Entrepreneur এর জেদ হয় সাফল্য
বাধ্যবাধকতা হয় সফলতা।
একজন Entrepreneur এর মনে একটাই কথা থাকে - That I will be successful not immediately but definately.
তাঁকে জ্বলতে হয়, লড়তে হয়।
যা ভেবে অন্যদের হাওয়া Tight হয়ে যায়, তাঁকে সে সমস্ত কাজ করতে হয়।
সে এমন জিনিস বানাবে, সে এমন জিনিস করবে যা শুনে অন্যরা বলবে - না, না, এটা তো Impossible. সেই সময় একজন Entrepreneur বলবে That I'm Possible.
নিজের মধ্যে সেই অদম্য ইচ্ছাশক্তি নিয়ে আসো। বারবার Fail হয়েও উঠে দাঁড়াবার ইচ্ছাশক্তি।
আর প্রশ্ন যখন নিজের ওপর আসে, কেউ থাকে না পাশে
জেনো কষ্ট যে করে সফলতা তারই আসে।
হয়তো সে সফল হবে , নয়তো নতুন কিছু শিখে নেবে।
জীবন এ তো এই দুটো জিনিষই হয়।
একজন Entrepreneur এই কথাটা জানে - যাই হয়ে যাক সে তার লক্ষ্যে অটুট ।
জীবনে হয়তো কিছু করবে নয়তো নতুন কিছু শিখবে, কিন্তু কখনো হার মানবে না। আর যখনই তার লাগবে সে হেরে যাবে তখনই Game Over.
সে কাজ করবে যখন মানুষ শুধু ভাববে
সে সফল হবে তখন মানুষ শুধু দেখবে
সে বড়ো কিছু করার কথা ভাববে, যখন বাকিরা চাকরির পিছনে ছুটে বেড়াবে।
সে সব কিছু Sacrifice করবে যখন বাকিরা EMI তে শখ পূরণ করবে।
সে Salary ছাড়া, ছুটি ছাড়া কাজ করে যাবে
যখন বাকিরা নিজেদের ফুর্তিতে ব্যস্ত থাকবে।
সে Market Competetion Analyse করবে,
যখন বাকিরা TInder এ Right Swipe করবে।
সে তার Business Plan বানাবে
যখন বাকিরা Phone এ Babu, I love you type করবে।
সে দূরদৃষ্টির সাথে কাজ করবে,
নিজের স্বপ্নের চাকর হবে।
আর বাকিরা ওকে দেখে Motivate হবে,
কারন একদিন ওরও নাম হবে।
সেদিন ওর কাজ বলবে, আর সবার মুখে ওরই নাম থাকবে।
বড়ো গাড়ি, বড়ো বাড়ি সব কিছুই থাকবে।
G for Girlfriends না, G for Goals হবে ওর Priority.
কখনো খালি পেটেই কোনো কিছুর তোয়াক্কা না করেই কাজ করে যাবে।
কারণ ও জানে একদিন সফল ও হবেই।
ও Negativity, Criticism কে Energy হিসেবে ব্যবহার করবে।
ভালো Time এ বিনম্র হবে।
দুনিয়াতে কিছু ছাপ রেখে যাবে।
Sachin Bansal, Ritesh Agarwal, Kunal Behel, Bhavesh Agarwal এরা সবাই জানত একদিন সফল হবেই। আর যেদিন হবে সবার মুখ বন্ধ হবে।।
আর বন্ধুরা আজকে Time তোমার
নিজের ভেতর থেকে সোনা বের করে আনার।
শুধু থেমে যেও না, হয়তো লক্ষ্য একটু দূরে
আর হ্যাঁ -
শুধু নিজের জন্য নয়, সবার Help করো Yaar.
কারণ - আমরা একজন আরেকজনকে Support করবো তখনই আমাদের India Great হবে।
আর আমাদের Youth এর মধ্যেই রয়েছে সেই শক্তি যা India কে বিশ্বের অন্যতম দেশ বানাবে।
তাই এই লেখাটাকে যত বেশি সম্ভব, যত মানুষের কাছে সম্ভব পৌঁছে দাও।
আগুনের মত ছড়িয়ে দাও।
আর তুমিও যদি চাও তোমার লেখা Publish হোক, Mail করো এই ঠিকানায় - Succcess_mindset@yahoo.com
Wish You All The Very Best. Be a Champion of your Field.