নিজের Passion কীভাবে খুঁজে বের করবেন। How To Find Your Passion

নিজের Passion কীভাবে খুঁজে বের করবেন





জাপানের মানুষরা বিশ্বাস করে আমাদের সবার মধ্যেই কোনো কিছু করার  বিশেষ ক্ষমতা রয়েছে এবং আমাদের সকলের মধ্যেই কিছু না কিছু আছে যেটা করতে আমাদের  ভালো লাগে। আর আমরা যখন আমাদের ভালোলাগার কাজগুলো করি আমরা খুশির সাথে দীর্ঘদিন বাঁচি। 

আর এই

IKIGAI
অর্থাৎ


এখন সেই বিষয়েই বলবো - কিভাবে আপনি আপনার

ইকিগাই - Ikigai
Passion

1. আপনি কোন কাজটি সব থেকে ভালো ভাবে করতে পারেন।

  (what are you good at)

ভেবে দেখুন কোন কাজটি ভালো করতে পারেন, যে কাজের জন্য আপনি প্রশংসা পেয়েছেন, যে কাজের জন্য আপনাকে সম্মানিত করা হয়েছিল। 
আর যদি কোনো কিছুতে খুব ভালো না হোন, তাহলে দেখুন কোন কাজে আপনি ভালো হতে পারেন। খাতা কলম নিন আর এখনই ভেবে লিখে ফেলুন।

2. আপনি কোন কাজটি করতে ভালোবাসেন ?
(What you Love)


আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো কাজ করতে খুব ভালো লাগে। আপনার ক্ষেত্রে সেই কাজটি কোনটি ? 
যে কাজটি করতে আপনার কখনো ক্লান্তি আসে না। যে কাজটি আপনি মন থেকে করতে চান। যে কাজটি আপনার ভালোবাসার কাজ। 
এখনই লিখে ফেলুন।

3. পৃথিবীতে কোন কাজটির প্রয়োজনীয়তা রয়েছে?
(What The World Needs)


কোন কাজটির প্রয়োজন রয়েছে ? একটু চোখ খুলে মনোযোগ দিয়ে ভাবুন।
যেমন - চিকিৎসার জন্য ডাক্তার প্রয়োজন। Building তৈরি করার জন্য  Engineer প্রয়োজন। ফসল ফলানোর জন্য - চাষবাস করার জন্য কৃষক প্রয়োজন। 
এরকম অসংখ্য কাজ রয়েছে যা বিশেষভাবে প্রয়োজন। আর এই বিপুল কাজের ভাণ্ডার থেকে খুঁজে নিন। 
আমাদের পৃথিবী, মানবসভ্যতা অনবরত পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। এই পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদার ও পরিবর্তন ঘটছে এবং নতুন নতুন কর্মসংস্থান  হচ্ছে।
Radio 
মানুষকে   

সেরকমই আপনি ভেবে দেখুন, আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে। আর   

4. যে কাজের জন্য আপনি অর্থ উপার্জন করতে পারেন। 

( What You Can Be Paid For)


যে কাজটি করলে সামনের জন আপনাকে অর্থ প্রদান করবে।
যেমন - ডাক্তারবাবু যদি চিকিৎসা করেন,  
Valuable  


আরো বিস্তারিত জানতে এখনই এই বইটি Order করুন :


Disqus Shortname

Success Mindset
Powered by Blogger.